mahmudul hasan shakil

০৬ জানুয়ারি ২০১৫ ১২:০০


বিভাগ: জোতির্বিদ্যা

পড়ার সময়: ১ মিনিট


ভয়জার ১ থেকে দৃশ্যমান সূর্যের ও পৃথিবীর ছবি


voyager 1 থেকে দৃশ্যমান সূর্যের ও পৃথিবীর ছবি।
প্রায় ৩৮ বছর ধরে চলমান যানটি এখন পৃথিবী থেকে ১৩০ AU দূরে অবস্থান করছে অর্থাত সূর্য থেকে আরো ১৩০ গুন বেশী দূরত্বে। প্রতি সেকেন্ডে যানটির বর্তমান বেগ ১৭ km /sec অথবা ৬১০০০ km / hr.

যানটি বর্তমানে সূর্যের এলাকা helipause অতিক্রম করে intersteller space অরথাত দুই নক্ষত্রের মধ্যবর্তী অঞ্চলে অবস্থান করছে। আরেকটি নক্ষত্র হল alpha centaurai ( যা আমাদের সবচেয়ে কাছের নক্ষত্র, মাত্র ৪ আলোকবর্ষ দূরে অবস্থিত) এত বেগ নিয়ে চলেও সেই নক্ষত্র alpha এর কাছে যেতে যানটির আরো ৩০০ বছর সময় লাগবে। কিন্তু ২০২৫ সালের মধ্যে জ্বালানী শেষ হয়ে যানটি সম্পূর্ন অকেজো হয়ে যাবে বলে বিজ্ঞানীরা ধারনা করছেন। এটাই মানুষের পাঠানো সবচেয়ে দুরের বস্তু। যানটি থেকে পৃথিবীতে কোনো বার্তা আসতে প্রায় ২০ ঘন্টা সময় লাগে। যদি alpha centaurai এর কাছে যানটি পৌঁছাতে সমর্থ্য হয় তাহলে তখন পৃথিবীতে যানটি থেকে কোনো তথ্য আসতে ৪ বছর বা তার বেশী সময় লেগে যাবে  is nt it interesting? how big the universe is?

সবচেয়ে মজার ব্যাপার এই ৩০০ বছরে হয়ত এমন অনেক প্রযুক্তি সমৃদ্ধ যান তৈরি হবে যা আমাদের পাঠানো যানটিকে ২ বছরেই ধরে ফেলতে সমর্থ্য হবে।