ক্ষুদে বিজ্ঞানীরা তোমাদের অক্লান্ত পরিশ্রমে ধীরে ধীরে বড় হচ্ছে আমাদের এই বিজ্ঞান বিষয়ক ব্লগ ক্ষুদে বিজ্ঞানী। আমরা চাই তোমরা কিছু দিক নির্দেশনা মেনে চল। এর ফলে তোমাদের লিখার মান আরো উন্নত হবে। এর ফলে যারা পাঠক আছেন তাদের জন্যও তোমাদের লিখা সুপাঠ্য হবে। তাই তোমাদের প্রতি অনুরোধ রইল এই লেখার নির্দেশনা মেনে চলার। আশা করছি তোমাদের লিখায় দ্রুতই ভরে উঠবে আমাদের বিজ্ঞান ব্লগ ক্ষুদে বিজ্ঞানী।
- লেখার ভাষা সহজ ও প্রাঞ্জল হতে হবে।
- প্রয়োজনে ইংরেজী শব্দের বাংলা প্রতিশব্দ এবং কঠিন উচ্চারণের ক্ষেত্রে উচ্চারনসহ দেয়ার চেষ্ঠা করবে।