Alvi Saadman

২৭ মার্চ ২০১৭ ১২:০০


বিভাগ: প্রাণি বিজ্ঞান

পড়ার সময়: ১ মিনিট


উড়ুক্কু লাফ দেয়া সাপ ভাইপার


এরা যে পরিমাণ খাবার খায়, সে পরিমাণ মলত্যাগ করে না। বছরে মাত্র ৫/৬ বার মলত্যাগ করে! ভাইপার এক লাফে এরা প্রায় ২ ফুট দূরত্ব পার করতে পারে।

সাপটির আসল নাম ভাইপার। লাফিয়ে লাফিয়ে চলে বলে একে জাম্পিং ভাইপার বলা হয়। এ সাপটি পাওয়া যায় মূলত মেক্সিকো, গুয়েতমালা, বেলিজ, নিকারাগুয়া এবং কোস্টারিকা জোনে। লম্বায় মাত্র দেড় থেকে দুই ফুটের মত হয় এরা। এদের মাথাটা তিনকোণা আকৃতির, এবং পিঠের দিকটা চ্যাপ্টা আইশে ঢাকা থাকে। কারো গায়ের রঙ বাদামি, আবার কেউ ধূসর রঙের হয়। ভেজা স্যাঁতস্যাঁতে অরণ্য এদের প্রিয় বাসস্থান।

জাম্পিং ভাইপার বেশ অলস স্বভাবের। তবে কোনো কারণে রেগে গেলে এরা লাফাতে থাকে এবং বেশ আক্রমণাত্মক হয়ে ওঠে। শিকারের দিকে মুখ হাঁ করে ছুটে আসে, তখন এদের লেজ তিরতির করে কাঁপতে থাকে। এক লাফে এরা প্রায় ২ ফুট দূরত্ব পার করতে পারে। আবার নিজেদের মধ্যেও এরা অনেক সময় মারামারি লাগিয়ে দেয়। শিকার করার সময় ভাইপার শিকারকে কামড়ে ধরে শরীরে বিষ ঢেলে দেয়। এরা ৮/১০ দিন পরপর শিকার ধরে।

অবাক করার বিষয় হলো- এরা যে পরিমাণ খাবার খায়, সে পরিমাণ মলত্যাগ করে না। বছরে মাত্র ৫/৬ বার মলত্যাগ করে। আজব এ প্রাণীটি সারাদিন চুপচাপ পড়ে থাকে এবং বেশিরভাগ সময় ঘুমিয়ে কাটায়। “হপার মাউস” নামক একধরণের ইঁদুর এদের প্রিয় খাদ্য।