Alvi Saadman

৩০ নভেম্বর ২০১৯ ১২:০০


বিভাগ: কম্পিউটার প্রকৌশল

পড়ার সময়: ১ মিনিট


কম্পিউটার বিষয়ে কিছু তথ্য


গত দশ বছরে আমেরিকাতে প্রতি আটটি দম্পতির মধ্যে একটির পরিচয় হয়েছে অনলাইনে!

কম্পিউটার নিয়ে গবেষণা করতে কার না ভালো লাগে। কেউ কম্পিউটার ব্যবহার করে প্রোগ্রামিং কাজ করার জন্য, কেউ কোনো কিছু ডিজাইন করতে, আর ছোট বাচ্চারা কম্পিউটার ব্যবহার করে গেমস খেলতে। আসুন আজ কম্পিউটার সম্পর্কে এক ডজন কিছু তথ্য জেনে নিই।

১. বিল গেটস এর বাড়ির ডিজাইনটি করা হয়েছিল একটি ম্যাক (MAC) কম্পিউটার দিয়ে।
২. প্রতি মাসে প্রায় ১০ লাখ নতুন ডোমেইন নেম রেজিস্টার্ড হয়।

৩। ইমেইল এর বিস্তৃতি/ ব্যবহার ওয়েব (Web) এর তুলনায় অনেক বেশী।

৪। আশির দশকে একটি আইবিএম কম্পিউটারকে (IBM computer)  সম্পূর্ণ কম্পিউটার হিসেবে গণ্য করা হতো না যদি না এটি মাইক্রোসফট ফ্লাইট সিমুলেটর (Microsoft Flight Simulator) কে চালাতে সক্ষম হতো।

৫। মাই স্পেসে (MySpace) রয়েছে ১১০ মিলিয়ন রেজিস্টার্ড ইউজার. যদি মাইস্পেস একটি দেশ হতো তাহলে এটি মেক্সিকোর চেয়ে দশগুন বড় হতো ।

৬। গত দশ বছরে আমেরিকাতে প্রতি ৮টি দম্পতির মধ্যে একটির পরিচয় হয়েছে অনলাইনে।

৭। ২১ বছরের একজন মানুষ গড়ে ৫,০০০ ঘণ্টা ভিডিও গেম খেলেন। ২৫০,০০০ ইমেইল/মেসেজ আদান প্রদান করেন এবং ১০,০০০ ঘণ্টা ব্যায় করেন মোবাইল ফোনে।

৮। বিশ্বের প্রথম কম্পিউটার মাউস আবিস্কার করেন ডাগ এঞ্জেলবার্ট (Doug Engelbart) ১৯৬৪ সালে যা ছিল কাঠের তৈরি।

৯।পৃথিবীর প্রথম জনপ্রিয় ওয়েব ব্রাউজারের নাম মোজাইক (Mosaic), যা ১৯৯৩ সালে রিলিজ হয়।

১০। “Rother J” নামক একটি প্রোগ্রামের মাধ্যমেই প্রথম কম্পিউটার ভাইরাসের আবির্ভাব ঘটে। যে কম্পিউটারের সাহায্যে এটি তৈরি করা হয়েছিল সেই কম্পিউটারেই সেটি দ্বারা আক্রান্ত হয়েছিল ।

১১। সবচেয়ে ভয়ঙ্কর MS-DOS virus হলো Michelangelo (১৯৯১), যা বট সেক্টর, হার্ড ড্রাইভ ও ফ্লপি ড্রাইভকে আক্রান্ত করত। অত্যন্ত দ্রুত পৃথিবীতে এর বিস্তার ঘটেছিল।

১২। একটি ভাইরাস কখনোই নিজ থেকে আপনার কম্পিউটারকে আক্রান্ত করতে পারে না যদি না আপনি এগুলোকে কোন infected ফাইলস বা diskettes এর মাধ্যমে আপনার কম্পিউটারে নিয়ে আসেন বা ইন্টারনেট থেকে ডাউনলোড করেন।