Alvi Saadman

১১ মার্চ ২০২০ ১২:০০


বিভাগ: চিকিৎসাবিজ্ঞান

পড়ার সময়: ১ মিনিট


করোনা ঠেকাতে সাবান-পানিই সবচেয়ে কার্যকর


করোনাভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় না। গবেষকরা বলছেন, এ ভাইরাস থেকে মুক্ত হতে হ্যান্ড স্যানিটাইজারের চেয়েও সাবান বেশি কার্যকর। অন্তত ২০ সেকেন্ড সময় ধরে হাত ধুতে হবে।

করোনাভাইরাস ঠেকাতে নানাজন নানা কথা বলে আসছেন। আশ্চর্য সব পরামর্শও দিচ্ছেন অনেকে। এত পরামর্শ শুনতে শুনতে অনেকে ভয়াবহ বিভ্রান্তিতেও পড়ে যাচ্ছেন। তবে সবচেয়ে সহজ সমাধান সম্ভবত সাবান-পানিতে হাত ধোয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র (সিডিসি) ও ইউনিসেফ একযোগে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বারবার অন্তত ২০ সেকেন্ড সময় ধরে হাত ধোওয়ার কথা বলেছে।

সাবান দিয়ে হাত ধুলে কী হয়?

দূষিত জায়গায় স্পর্শ করার ফলে বেশ কিছু ব্যাকটেরিয়া ও ভাইরাসের সংক্রমণ হয়। রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বলছে, সংক্রমণ আটকাতে সবচেয়ে জরুরি পদক্ষেপ হলো হাত সাফ সুতরো রাখা।

করোনাভাইরাস বাতাসের মাধ্যমে ছড়ায় না। ছড়ায় কোনো সংক্রমিত ব্যক্তির হাঁচি-কাশি থেকে যেসব ক্ষুদ্রাকার ফোঁটা নির্গত হয়, তা থেকে। আপনি নিজের মুখ, চোখ বা নাকে হাত দেওয়ার আগে যদি কোনো সংক্রমিত স্থান স্পর্শ করে থাকেন, তাহলে সংক্রমণের আশঙ্কা বেশি থাকে। ওই ফোঁটাগুলো শুকিয়ে গেছে মানেই ভাইরাস আর কার্যক্ষম নেই, এমনটা কিন্তু নয়।

ফলে সংক্রমণ আটকাতে সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার কথা বলা হচ্ছে। গবেষকরা বলছেন, হ্যান্ড স্যানিটাইজারের চেয়েও সাবান বেশি কার্যকর। অন্তত ২০ সেকেন্ড সময় ধরে হাত ধুতে হবে।