সাগরজলের আট পা বিশিষ্ট এক অতি পরিচিত প্রাণী হলো অক্টোপাস। অক্টোপাসের একটি বিশেষ বৈশিষ্ট হলো এরা যে কোনো সময় নিজেদের রঙ বদলাতে পারে। কেন এবং কীভাবে এই কাজটি এরা করে তা নিয়ে আমরা পরবর্তীতে কিছু লেখার চেষ্টা করব। তবে এখন যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো স্ত্রী অক্টোপাসের জীবনকাল।
অক্টোপাসের জন্ম হয় নিষিক্ত ডিম থেকে। স্ত্রী অক্টোপাস ডিম দিলে পুরুষ অক্টোপাস সেই ডিম নিষিক্ত করে। সাধারণত একটি স্ত্রী অক্টোপাস একসাথে এক লাখের মতো ডিম দেয়। ডিমগুলো নিষিক্ত হয়ে যাওয়ার পর শুরু হয় এর পরিচর্যা বা যত্ন নেয়ার কাজ। সেটি করে থাকে স্ত্রী অক্টোপাস।সমুদ্রতলে অনেক প্রাণিই হিংস্র প্রকৃতির হয়ে থাকে।এদের থেকে ডিমগুলোকে রক্ষা করতে হয় এবং নির্দিষ্ট জায়গায় ডিমগুলো অনেক দিন রাখতে হয়।
নিষিক্ত ডিম থেকে অক্টোপাস জন্ম দিতে সময় লাগে প্রায় দেড় মাসের মতো।এর দেড়মাস পর শিশু অক্টোপাস ডিম থেকে বের হয়ে পৃথিবীতে আসতে পারে।এই সময়টা একটি স্ত্রী অক্টোপাসের অনেক কষ্ট করতে হয়।এমনকি নিজে এই সময়ে কিছু খায় না। একারণে সে প্রচণ্ড পুষ্টিহীনতায় ভোগে এবং এই দেড় মাস শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই স্ত্রী অক্টোপাস মারা যায়। যদিও বিজ্ঞানীদের বিভিন্ন মতভেদ রয়েছে স্ত্রী অক্টোপাস মারা যাওয়ার কারণের পেছনে। কিন্তু অধিকাংশ প্রাণীবিজ্ঞানী এই পুষ্টিহীনতাকেই এর মৃত্যুর কারণ হিসেবে চিহ্নিত করেছেন।
-প্রাণীরহস্য