Sazidur Rahman Sadi

৩১ ডিসেম্বর ২০১৬ ১২:০০


বিভাগ: সমুদ্রবিজ্ঞান

পড়ার সময়: ১ মিনিট


গভীর সমুদ্রে পানি বরফ হয় না কেন?


সমুদ্রের উপরিভাগ অপেক্ষা তলদেশে পানির ওপর চাপ থাকে অনেক। উপরিভাগে প্রচণ্ড ঠান্ডায় তাপমত্রা থাকে 0'C থেকে 3'C পর্যন্ত। কিন্তু তলদেশে তত কম থাকে না। কারণ জানতে লেখাটি পড়ুন...

সমুদ্রের উপরিভাগে বরফ জমতে আমরা হরহামেশাই দেশে থাকি। কিন্তু যদি এমন হতো যে সমুদ্রের তলদেশেও পানি বরফ জমতো?
তাহলে সমুদ্রের প্রাণীদের নিশ্চয় বাঁচা মরার প্রসঙ্গ এসে যেত। কিন্তু আসলে এমন হয় না। এই বরফ হওয়া, না হওয়া নিয়ে কিছু বিষয় জেনে নেয়া যাক।

সমুদ্রের উপরিভাগ অপেক্ষা তলদেশে পানির ওপর চাপ থাকে অনেক। উপরিভাগে প্রচণ্ড ঠান্ডায় তাপমত্রা থাকে 0'C থেকে 3'C পর্যন্ত।
কিন্তু তলদেশে তত কম থাকে না।এর কয়েকটা কারণ আছে। এক হল লবণাক্ততা আর ওপরটি তলদেশে পৃথিবীর অভ্যন্তরীণ তাপমাত্রা। সমুদ্রের পানির অতিরিক্ত লবণাক্ততা পানির হিমাংক কমিয়ে দেয়। অন্যদিকে ভূপৃষ্ঠের মাত্র এক মাইল নিচেও পৃথিবীর কেন্দ্র থেকে যথেষ্ঠ তাপ বের হয়। উপরিভাগে স্বাভাবিক চাপে পানি শূন্য ডিগ্রি সেলসিয়াসে জমে যায়। পানির ঘনত্বের ওপর নির্ভর করে বরফ কি প্রকৃতির হবে। বোঝাই যাচ্ছে সমুদ্রের উপরিভাগের পরিবেশ এবং নীচের পরিবেশে অনেকটাই ভিন্নতা রয়েছে; যার কারণে সমুদ্রের উপরিভাগে পানি বরফ থাকলেও তলদেশের পানি স্বাভাবিক থাকাটা অস্বাভাবিক কিছু নয়।