Alvi Saadman

০৩ এপ্রিল ২০২০ ১২:০০


বিভাগ: পুষ্টিবিজ্ঞান

পড়ার সময়: ১ মিনিট


গ্রিন টি এবং ব্ল্যাক টি'র পার্থক্য


Green Tea তৈরি করা হয় চা পাতাকে সরাসরি শুকিয়ে গুড়ো করার মাধ্যমে। ফারমেন্টেশন করা হয় না। ফলে এ চায়ে Antioxidant এর পরিমাণ খুব একটা কমে যায় না। Black Tea চা পাতা গাছ থেকে সংগ্রহের পর ফারমেন্টেশন এর জন্য রেখে দেয়া হয়।

আমরা সবাই কমবেশি চা খাওয়াই অভ্যাস্ত। সচরাচর আমরা বাজারে দুই ধরনের চা দেখতে পাই। একটা হল Green Tea বা সবুজ চা এবং অন্যটি Black tea বা কালো চাBlack tea বা কালো চা ই আমাদের মাঝে বেশি প্রচলিত। আসুন জেনে নেয়া যাক এদের ভেতরে পারথক্য কি বা আদৌ কোনো তফাৎ আছে কিনা।

সবুজ চা তৈরি করা হয় চা পাতাকে সরাসরি শুকিয়ে গুড়ো করার মাধ্যমে। এক্ষেত্রে চা পাতার ফারমেন্টেশন করা হয় না। যে কারণে চায়ে Antioxidant এর পরিমাণ খুব একটা কমে যায় না, যা অনেক শরির বৃত্তীয় কাজে সহায়তা করে। তবে ফারমেন্টেশন না হওয়ার কারণে এর ক্যাফেইন এবং ফ্লোরাইড এর পরিমাণ অনেকটা কম থাকে। কিছু কিছু গবেষণায় দাবি করা হয়েছে যে সবুজ চা এর Antioxidant ক্যান্সার প্রতিরধে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে ক্যাফেইন এর পরিমাণ কম হওয়ার কারণে এর সুগন্ধ এবং লিকারের রঙ কাল চা এর মত ততোটা আকর্ষণীয় নয়।

Black Tea এর প্রস্তুত প্রণালী অনেকটা Green Tea এর মতই। টবে এক্ষেত্রে চা পাতা গাছ থেকে সংগ্রহের পর ফারমেন্টেশন এর জন্য রেখে দেয়া হয়। এ সময় Antioxidant গুলো Oxidized হয়ে যাই ফলে চায়ে Antioxidant এর পরিমাণ উল্লেখ যোগ্য ভাবে কমে যাই। কিন্তু চায়ে ক্যাফেইন এবং ফ্লোরাইড এর পরিমাণ ফারমেন্টেশন এর সাথে সাথে বৃদ্ধি পাই যা চা এর রঙ এবং স্বাদের উন্নতি ঘটাই।

কালো চা স্বাদ এবং রঙ এর দিক থেকে শ্রেয়তর হলেও স্যাস্থগত দিক বিবেচনাই সবুজ চা পানই শ্রেয়।

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: Cannot load module 'memcached' because required module 'igbinary' is not loaded

Filename: Unknown

Line Number: 0

Backtrace: