সম্প্রতি,আমেরিকান কেমিক্যাল সোসাইটির সম্মেলনে প্রদর্শিত হয়েছে, ছত্রাক দিয়ে কিভাবে স্মার্টফোনের ব্যাটারি থেকে মূল্যবান দ্রব্যাদি নিষ্কাশন করতে পারে,যা এমনিতে অপচয় হয়ে যেত।
ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার দুজন অধ্যাপক জেফরি কানিংহ্যাম এবং ভ্যালেরি হার্ডউড, ছত্রাকের তিনটি কার্যকর প্রজাতি দেখিয়েছেন, যেগুলো সুলভে ব্যাটারির বর্জ্য থেকে ধাতু নিষ্কাশন করতে পারে।
Aspergillus niger প্রজাতির ছত্রাকগুলোকে এতদিন মানুষের শত্রু হিসেবেই দেখা হতো কারণ এগুলো ফলের গায়ে কালো দাগ তৈরি করে।
Pencillium chrysogenum সম্ভবতঃ মানুষের সবচেয়ে ভালো ছত্রাক বন্ধু, যেহেতু এটি ব্যাপক আকারে পেনিসিলিন উৎপাদনের প্রথম এবং খুবই সমৃদ্ধ উৎস।
Penicillium simplicissimum কে ইতিমধ্যেই ধাতব অক্সাইড থেকে জিংক নিষ্কাশনে কিংবা পলিথিনের বিয়োজনে কাজে লাগানো হচ্ছে।
কানিংহ্যাম এক বিবৃতিতে বলেছেন,“আমরা ছত্রাকেই এই প্রকরণগুলো বেছে নিয়েছি কারণ আমরা দেখেছি এরা অন্যান্য বিভিন্ন বর্জ্য থেকে খুব ভালোভাবে ধাতু নিষ্কাশন করতে পারে। আমরা দেখেছি নিষ্কাশনের কার্যকারণ একই রকম হবে এবং সেই কারণে ধারনা করা যায় এই ছত্রাকগুলো যথাসম্ভব ব্যবহৃত ব্যাটারি থেকে লিথিয়াম ও কোবাল্ট নিষ্কাশন করতে সমর্থ হবে।”