Alvi Saadman

৩০ নভেম্বর ২০১৯ ১২:০০


বিভাগ: প্রযুক্তির খবর

পড়ার সময়: ১ মিনিট


নতুন আবিষ্কার: পানিতে চার্জ হবে ফোন!


এই চার্জিং ডিভাইসটিতে রয়েছে এক ধরনের লবণাক্ত পানি, যা ইলেকট্রিক তৈরি করতে সক্ষম। ফলে পাওয়ার ব্যাংকের মতই ফোনে চার্জ দেয়া যাবে এটি দিয়ে।

স্মার্টফোনের চার্জিং সমস্যা নিয়ে ভাবছেন? আর ভাবতে হবে না। বিজ্ঞান নিয়ে এসেছে নতুন এক সমাধান। যাতে আপনিও চমকে উঠবেন। বিস্বয়কর সেই প্রযুক্তি হলো পানিতে চার্জ হবে স্মার্টফোন। আর এর জন্য বিজ্ঞানীরা ছোট্ট একটি চার্জিং ডিভাইস আবিষ্কার করেছেন। যেটি দেখতে অনেকটা ক্রেডিট কার্ডের মতো।

এই চার্জিং ডিভাইসটিতে রয়েছে এক ধরনের লবণাক্ত পানি, যা ইলেকট্রিক তৈরি করতে সক্ষম। ফলে পাওয়ার ব্যাংকের মতই ফোনে চার্জ দেয়া যাবে এটি দিয়ে।

নয়া এই চার্জিং ডিভাইসটি তৈরি করেছ জেএকিউ (JAQ) নামের একটি প্রতিষ্ঠান। ডিভাইসটির নাম দেয়া হয়েছে পাওয়ার কার্ড। এই পাওয়ার কার্ড 1800 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির সমান ইলেকট্রিক তৈরি করতে পারে। ফলে এটি দিয়ে আইফোন 6 এসের মতো ফোন সহজে চার্জ দেওয়া যায়। এছাড়াও এটি দিয়ে ট্যাবলেট এবং কম্পিউটারের মতো ইলেক্ট্রনিক ডিভাইসও এটি দিয়ে চার্জ দেওয়া যাবে।