Alvi Saadman

০৩ এপ্রিল ২০২০ ১২:০০


বিভাগ: প্রাণি বিজ্ঞান

পড়ার সময়: ১ মিনিট


প্রাণীদের নিয়ে মজার তথ্য


পুরুষ উটপাখি গর্জন ছুড়তে পারে অবিকল সিংহের মতই। হাতিরা প্রায় ৩ মাইল দূর থেকেও পানির উৎসের জানান পায়। একটি শামূক তার চোখ হারালে সেটি আবার জন্মাতে পারে।

আমাদের চারপাশে প্রতিদিন আমরা নানা ধরণের কীট পতঙ্গ, পশু পাখি দেখে থাকি। নানা ধরনের বৈচিত্র্যময় এবং তাদের জীবনধারণ পদ্ধতি খুবই অদ্ভুত। এদের সম্পর্কে যতই নতুন তথ্য আমাদের সামনে আসে, ততই আমরা অবাক হই।

আজ আপনাদের প্রাণীজগতের কিছু তথ্য দেয়া হলো-

১) উটপাখি ঘোড়ার চাইতেও দ্রুত দৌড়াতে পারে। পুরুষ উটপাখি গর্জন ছুড়তে পারে অবিকল সিংহের মতই।

২) স্তন্যপায়ী প্রাণীদের মধ্যে কেবলমাত্র বাদুর উড়তে পারে।

৩) ক্যাঙ্গারু তার পেছনের লেজের ওপর ভর করে দাঁড়ায়, লাফিয়ে চলে। যদি আপনি এর লেজটি তুলে ধরেন, তাহলে এটি আর মাটির ওপর দাঁড়িয়ে থাকতে পারবে না।

৪) গড়ে একটি সবুজ অঞ্চলে প্রতি একরে ৫০০০০ মাকড়শা বসবাস করে।

৫) হাতিরা প্রায় ৩ মাইল দূর থেকেও পানির উৎসের জানান পায়।

৬) আপনি জানেন কি? পৃথিবীতে প্রত্যেক মানুষের বিপরীতে ১০ লক্ষ পিঁপড়ে বাস করে। এরা কখনো ঘুমায় না এবং এদের কোন লাংস নেই।

৭) প্রজাপতির দুটি যৌগিক চোখ হাজারো লেন্সের সমন্বয়ে তৈরি কিন্তু এরা লাল, সবুজ ও হলুদ ছাড়া অন্য কোন রং দেখতে পায় না।

৮) একটি শামূক তার চোখ হারালে সেটি আবার জন্মাতে পারে।

৯) মানুষের হাতের আঙ্গুলের ছাপের মত একটি কুকুরের নাকের ছাপও খুব গুরুত্বপূর্ণ। নাকের ছাপের সাহায্যে কুকুর শনাক্ত করা যায়।

১০) পাখিদের মাঝে হামিংবার্ডই হচ্ছে একমাত্র পাখি সেটি উল্টোদিকে উড়তে পারে এবং সেকেন্ডে ৮০ বার ডানা ঝাপটাতে পারে।