Sazidur Rahman Sadi

১৫ এপ্রিল ২০১৭ ১২:০০


বিভাগ: প্রাণি বিজ্ঞান

পড়ার সময়: ১ মিনিট


ফ্লাইং লিজার্ড বা উরুক্কু টিকটিকি


এদের  যে ডানা থাকে ব্যাপারটা ঠিক এরকম না। এদের শরীরের দু’পাশে পাতলা চামড়ার অংশ থাকে, শিকারের সময় এই টিকটিকি হাত পা ছড়িয়ে দিলে ঐ চামড়ার অংশটি অনেকটা ডানার মতো কাজ করে।

আমাদের ঘরের দেয়াল কিংবা গাছে বা বাড়ির আশেপাশে অনেক জায়গায় আমরা টিকটিকি দেখে থাকি । এরা ছোটবেলা থেকেই আমাদের চেনা পরিচিত একটি প্রাণি।কিন্তু আমরা শুধু এদের হাটতে দেখি বা ছোট ছোট লাফ দিতে দেখি। কেউ কি কখনো আমরা উড়ন্ত টিকটিকি দেখেছি ? অথবা এর কি কোন অস্তিত্ব আছে? এ

উত্তরটি হলো- হ্যাঁ, উড়ন্ত টিকটিকি এশিয়া এবং পূর্ব ভারতীয় দীপপুঞ্জ বর্নিও ফরেস্টে পাওয়া যায়। এদের বৈজ্ঞানিক নাম ড্রাকো ভোনান্স (draco volans)। এটি এক ধরনের টিকটিকি যা পাখির মতো আকাশে উড়তে পারে। ঠিক উড়তে পারে না, তবে এরা শিকার ধরার সময় শরীরের দুই পাশের অংশ এমনভাবে মেলে দেয় যেন মনে হয় এটি উড়ে যাচ্ছে। আবার অনেকে একে ডাইনোসোরের আত্মীয় বলে মনে করেন। দেখতেই তো এরা ডাইনোসোরের মতো!!

এদের শরীরের দু’পাশে পাতলা চামড়ার অংশ থাকে যার মাধ্যমে এই টিকটিকি হাত পা ছড়িয়ে দিলে ঐ চামড়ার অংশটি অনেকটা ডানার মতো কাজ করে। এই ডানায় কিছু হাড়ও আছে। উড়ুক্কু টিকটিকির যেহেতু শুধুমাত্র অল্প দূরত্ব অতিক্রম করতে পারে তাই ওড়ার সময় ভারসাম্য ঠিক রাখতে এর লেজের সাহায্য নেয় এবং লেজটি সাধারণ টিকটিকি থেকে লম্বা এবং সরু হয়। সাধারণ টিকটিকির মতো এদের খাদ্যও ছোট ছোট পোকামাকড়।