mahmudul hasan shakil

০৪ জানুয়ারি ২০১৫ ১২:০০


বিভাগ: প্রাণি বিজ্ঞান

পড়ার সময়: ১ মিনিট


বাদুড়ের চোখ আছে কিন্তু চোখে দেখে না, এটা কি সত্য ?


কিছু কিছু প্রজাতির বাদুড় শব্দযোগাযোগ ব্যবহার করে না এবং কিছু কিছু প্রজাতি অন্ধকারেও বেশ ভালো দেখতে পায়।

অপব্যাখ্যা: বাদুড়ের চোখ আছে কিন্তু চোখে দেখে না।

সঠিক ব্যাখ্যা: বাদুড়ের চোখ আছে এবং সে চোখে দেখতে পায়। তবে কিছু প্রজাতির দৃষ্টিশক্তি ক্ষীণ ।

এছাড়া কিছু কিছু প্রজাতি অতিবেগুনী রশ্মিও শনাক্ত করতে পারে। এরা কাছাকাছি দুরত্বে অপেক্ষাকৃতি সঠিক নির্দেশনা পাওয়ার জন্য শব্দযোগাযোগ (echolocation) ব্যবহার করে থাকে। কিন্তু দুরবর্তী বস্তু সম্বন্ধে নির্দেশনা পাওয়ার জন্য চোখই ব্যবহার করে। তাছাড়া কিছু কিছু প্রজাতি শব্দযোগাযোগ ব্যবহার করে না এবং কিছু কিছু প্রজাতি অন্ধকারেও বেশ ভালো দেখতে পায়।