Alvi Saadman

২৭ জানুয়ারি ২০১৯ ১২:০০


বিভাগ: নৃতত্ত্ব

পড়ার সময়: ১ মিনিট


বিভক্ত হয়ে যাচ্ছে আফ্রিকা মহাদেশ!


পূর্ব আফ্রিকার একটি অংশ আগামী এক কোটি বছরের মধ্যে মূল আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে! ইতিমধ্যে কেনিয়ার স্রংস উপত্যকায় ভারী বর্ষণ ও ভূকম্পন ক্রিয়ার প্রভাবে বিশাল একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

পূর্ব আফ্রিকার একটি অংশ আগামী এক কোটি বছরের মধ্যে মূল আফ্রিকা মহাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে বলে অনুমান করা হচ্ছে। প্রমাণ চাইলে আপনি কেনিয়ার স্রংস উপত্যকার দিকে তাকালেই বুঝতে পারবেন যেখানে ভারী বর্ষণ ও ভূকম্পন ক্রিয়ার প্রভাবে বিশাল একটি অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সংবাদ মাধ্যমগুলোর রিপোর্ট অনুসারে চলতি বছরের ১৯ মার্চ সবচেয়ে বড় ফাটল দেখা দিয়েছে। যা প্রায় ৫০ ফিট (১৫ মিটার) চওড়া ও কয়েক মাইল লম্বা। আর দেখে মনে হচ্ছে ফাটলটি যেন ধীরে ধীরে বেড়েই চলেছে।

স্রংস উপত্যকার এই ঘটনাটি আফ্রিকা মহাদেশটি যে টেকটোনিক প্লেটগুলোর ওপর বিরাজমান সেই প্লেটগুলোর পুনর্বিন্যাসের ফল। আফ্রিকার অধিকাংশ অঞ্চলই আফ্রিকান প্লেটের ওপর অবস্থিত। আবার পূর্ব আফ্রিকার একটি বিশাল খাঁড়া অঞ্চল সোমালি প্লেটের ওপর অবস্থিত। দুইটি প্লেটের মিলিত হওয়ার মিলনস্থলটি হচ্ছে ইস্ট আফ্রিকান রিফট, যা প্রায় ১৮০০ মাইল (৩০০০ কিলোমিটার) পর্যন্ত দীর্ঘ অথবা মোটামুটি ডেনভার থেকে বোস্টন পর্যন্ত দূরত্বের সমান। [50 Interesting Facts About Planet Earth অনুসারে]

যেহেতু আফ্রিকা মহাদেশটি একটিমাত্র প্লেটের ওপর অবস্থিত নয় তাই দ্বিধা দূর করার জন্যে গবেষকরা বৃহৎ আফ্রিকান প্লেটটিকে নুবিয়ান প্লেট নামকরণ করেন। লন্ডন বিশ্ববিদ্যালয়ের ফল্ট ডায়নামিক গবেষণা দল এর পোস্টডক্টরাল গবেষক লুসিয়া পেরেজ ডায়াজ এর সাক্ষাৎকারের সারমর্ম করে বলা যায় নুবিয়ান এবং সোমালি প্লেট দু’টো দুইটি ভাগে বিভক্ত হয়ে পড়ছে।