বড় বড় জাহাজ, বিমান কিংবা মালগাড়ি ব্যবহার করে এক দেশ থেকে আরেক দেশে অনেক মালামাল একসঙ্গে পরিবহন করা যায়। কিন্তু মহাকাশেওতো বিভিন্ন জিনিসপত্র দরকার হতে পারে। এগুলো পরিবহনের জন্য তাহলে কোন যান ব্যবহার করা হয় ??
মহাকাশে পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয় স্পেসশিপ। এখন পর্যন্ত তৈরি করা সবচেয়ে বড় এবং শক্তিশালী স্পেসশিপটির নাম হল- Automated Transfer Vehicle (অটোমেটেড ট্রান্সফার ভেহিক্যাল)। এটি মহাকাশে স্বয়ংক্রিয়ভাবে পণ্য পরিবহন করতে সক্ষম। সংক্ষেপে একে এটিভি (ATV) নামে ডাকা হয়। ATV প্রথম লঞ্চ করা হয় ৮মার্চ ২০০৮ সালে। এখন পর্যন্ত সে মোট পাচটি মিশন সফলতার সাথে করেছে। এর উচ্চতা ১০.৩ মিটার এবং ব্যাস ৪.৫ মিটার। ৭৬৬৭কেজি বা ৭.৭ টনের মত ধারণক্ষমতা আছে এর। এর চারটি সোলার প্যানেলের সাহায্যে মহাকাশে শক্তি সঞ্চয় করতে পারে নিজের জন্য এবং ৩৮০০ ওয়াট পাওয়ার জেনারেটর করে এর সমস্ত কার্যকলাপ পরিচালিত করে।
পণ্য পরিবহন ছাড়াও এর আরো একটি বিশেষ গুণ হল কক্ষপথ থেকে ছিটকে পৃথিবীতে যদি দুর্ঘটনাবশত কোনো মহাকাশযান বা কৃত্তিম উপগ্রহ এসে আঘাত করতে চায় ওই মুহূর্তে সে তাদের ধাক্কা দিয়ে পৃথিবীর কক্ষপথ থেকে সরিয়ে দিয়ে পৃথিবীতে পতন ঠেকাতে পারে। ATV একটি সম্পূর্ণ সয়ংক্রিয় মহাকাশযান যে নিজেই তার কক্ষপথ খুঁজে নিতে পারে এবং মহাকাশ স্টেশনে গিয়ে যুক্ত হতে পারে।
#ক্ষুদেবিজ্ঞানী