মীর তাফহীম মাহমুদ

১৭ জানুয়ারি ২০১৫ ১২:০০


বিভাগ: প্রাণি বিজ্ঞান

পড়ার সময়: ১ মিনিট


মৃত্যুতে হতাশ হতে নেই


প্রত্যেক জীবকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু কেন? এই নিয়ে আমার কিছু কথাঃ 

অনেকে প্রশ্ন করে জীব মারা যায় কেন? অনেকে এই নিয়ে আবার আমাদের সৃষ্টিকর্তাকে দোষারোপ করে। অনেকে বলেঃ ‘সৃষ্টিকর্তা কি নিষ্ঠুর। আমাদের যখন জীবণ নিয়ে-ই ফেলে তবে আমাদের ভেতর জীবন দেয় কেন?’

কিন্তু কোনো মানুষ এটা কখনো ভাবেনা যে, এই মৃত্যুর ভেতরে কী রহস্য আছে? জীব মরার পেছনে কি আরো কোনো রহস্য আছে নাকি এটা শুধু সৃষ্টিকর্তার এক পরীক্ষা মাত্র। এই প্রসঙ্গে বলতে গেলে বলতে হবে, সৃষ্টিকর্তা যা বুঝে আমরা তা বুঝিনা। কারণ, সৃষ্টিকর্তা এই মৃত্যু সৃষ্টি করেছেন জীবনেরর জন্যই।

জীব মারা গেলে তাদের কবর দেওয়া হলে তখন সেই মৃত জীবের শরীরে যে শক্তি থাকে সেই শক্তিগুলো মাটিতে মিশে যায়। তাছাড়া জীবের শরীরের যত পানি আছে সেগুলো মাটির নিচে জমা হতে থাকে। যে শক্তি মাটির নিচে জমা হয় সেগুলো আমরা সরাসরি পাইনা। কিন্তু আমরা নানারকম মাধ্যম থেকে পাই। যেমনঃ গাছ শিকড়ের সাহায্যে এই শক্তি গ্রহণ করে। এই শক্তি নিয়ে গাছ বৃদ্ধি পেতে থাকে। এই শক্তি নিয়ে গাছ ফল দেয়। যা আমরা (জীবেরা) খাই। 

তাছাড়া, বিশুদ্ধ পানির অপর নাম জীবণ। আমরা বিশুদ্ধ পানির জন্য বিশেষ করে ভূ-গর্ভস্থ পানির উপর নির্ভর করে। এই ভূ-গর্ভস্থ পানি তৈরী হয় মৃত জীবের শরীরের পানি থেকে। আর মৃত জীবের পানি পান করেই আমরা বেঁচে আছি। আর জীব পঁচে মাটিতে মিশে গিয়ে মাটির উর্‌বরতা বৃদ্ধি করে। মানুষকে পোড়ালে তারা দহন প্রক্রিয়ায় কার্বনডাই-অক্সাইডে পরিণত হয় যা গাছ গ্রহণ করে এবং নিজের খাদ্য নিজে উৎপাদন করে।

তাই বলা যায় জীব, মারা যায় জীবের বেঁচে থাকার জন্য-ই। আর সৃষ্টিকর্তা সবকিছু-ই আমাদের উপকারের সার্থে সৃষ্টি করেছেন। তার মধ্যে মৃত্যু-ও একটি। জীবের যদি মৃত্যু না হতো আমরা ও বেঁচে থাকতাম না। তাই কোনো জীব মারা গেলে হতাশ হওয়ার কারণ নেই, কারণ আমাদের মধ্যেই তাদের শক্তি রয়েছে। অর্থাৎ, আমরাই সেই মৃত জীব।