Alvi Saadman

০৩ এপ্রিল ২০২০ ১২:০০


বিভাগ: পুষ্টিবিজ্ঞান

পড়ার সময়: ১ মিনিট


শারীরিক দুর্বলতা কাটিয়ে উঠুন


পুষ্টিকর খাবার, সবজি খাওয়া, পর্যাপ্ত ঘুম ও ওজন কমানোতে মনোযোগ দিন। কেটে যাবে শারীরিক দুর্বলতা।

অফিস কিংবা ব্যবসা করে বাড়ি ফেরার পর শরীরের মধ্যে ক্লান্তি চলে আসে। ফলে শারীরিকভাবে খুবই দুর্বল লাগে অনেকের। আমরা এই দুর্বলতা থেকে নিজেতে মুক্তি দিতে অনেক কিছুই করি।

পুষ্টিকর খাবার: তাৎক্ষণিকভাবে এর সমাধান হচ্ছে ভাত, মাছ, দুধ, ডার্ক চকলেট ও কলা খাওয়া। বিজ্ঞান এটা প্রমাণ করেছে যে, এই খাদ্য শারীরিকভাবে আপনাকে শক্তি যোগাবে ও দুর্বলতা কাটিয়ে দেবে।

সবজি: যদি আপনার মুখের ভেতর ঘা হয় তাহলে কী করবেন? আপনার উচিত হবে বেশি করে শসা খাওয়া। শসা আপনার মুখের ভেতর সজীবতা নিয়ে আসবে।

পর্যাপ্ত ঘুম: আপনি কোন পজিশনে ঘুমাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন কখনও ভেবেছেন? এ বিষয়টি আপনি খেয়াল রাখবেন এবং ওই পজিশনে ঘুমানোর চেষ্টা করুন। তাহলে গড় সময়ের থেকে অনেক আগেই আপনি ঘুমাতে পারবেন।

ওজন কমান: ধীরে ধীরে ওজন কমানোর চেষ্টা করুন। নিয়মিত তাজা ও পুষ্টিকর খাদ্য খাবেন।

 

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: Cannot load module 'memcached' because required module 'igbinary' is not loaded

Filename: Unknown

Line Number: 0

Backtrace: