মীর তাফহীম মাহমুদ

১৮ জানুয়ারি ২০১৫ ১২:০০


বিভাগ: শরীর বিদ্যা

পড়ার সময়: ১ মিনিট


হাঁচি


হাঁচি দেওয়ার প্রধান কারন হলো নাকের স্নায়ু। আমাদের নাকের স্নায়ুগুলো হলো সবচেয়ে সংবেদনশীল। আমাদের নাকের এই স্নায়ুগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে আমরা হাঁচি দিই। এই স্নায়ুগুলো মস্তিষ্কে গিয়ে আংশিকভাবে মিলিত হয় চোখের স্নায়ুর সাথে। তাই আমাদের নাকের স্নায়ুর উত্তেজনা সৃষ্টি হলে আমাদের চোখের স্নায়ুও আংশিকভাবে উত্তেজিত হয়। তাই আমরা হাঁচি দেওয়ার সময় চোখ বন্ধ করে ফেলি। অবশ্য বন্ধ করে ফেলিনা, বন্ধ হয়ে যায়। অনেক সময় আবার আমরা শুনি চোখ খুলে হাঁচি দিলে নাকি চোখের মণি খুলে পড়ে যায়। এর কিছুটা বৈজ্ঞানিক কারণ আছে সত্যি। কিন্তু সেটা আংশিক। 

মূলত, চোখ খুলে হাঁচি দিলে চোখ পড়ে যায়না। কারণ চোখ অনেক মজবুত পেশি দ্বারা যুক্ত। চোখ খুলে হাঁচি দিলে পেশিগুলোর উপর সামান্য চাপ পড়ায় মানুষ মনে করে চোখ খুলে হাঁচি দিলে চোখ পড়ে যেতে পারে। কিন্তু এটা ভ্রান্ত ধারণা মাত্র।