পৃথিবীতে যত ওয়েবসাইট আছে তার মধ্যে অন্যতম সিম্পল হোমপেইজ গুগলের। কারনটা খুব মজার। গুগলের ইনভেন্টর ল্যারি এবং সার্জেই HTML ভাল করে জানতো না। তাই তারা বেশি কমপ্লেক্স ডিজাইন করতেও পারেনি। আচ্ছা, ল্যারি আর সার্জেই যদি বলতো HTML ভাল পারি না সুন্দর হচ্ছে না হোম পেজ। বাদ এই প্ল্যান। তাহলে কিন্তু কিছুই হতো না। গুগল এখন বছরে গড়ে ১৪ টা প্রতিষ্ঠান কিনে নেয়। ভালো করে HTML না জানা ইনভেন্টরদের প্রতিষ্ঠানে এখন বিশ্বসেরা কম্পিউটার গ্র্যজুয়েটরা কাজ করার জন্য মরিয়া হয়ে থাকে। এটা বলার কারণ হচ্ছে আইডিয়াটাই সবচেয়ে বেশি জরুরি। তারচেয়ে জরুরী যেকোন পরিস্থিতিতে নিজের ওপর বিশ্বাস রাখা। ল্যারি এবং সার্জেই নিজেদের ওপর বিশ্বাস রেখেছিলো দেখতে যেমনই হোক, তাঁদের এই আইডিয়া একদিন বিশ্বজয় করবে। আসলেই কিন্তু সেটা বিশ্বজয় করেছে। তাহলে আপনি কেন নিজের ওপর বিশ্বাস হারাবেন? আপনারই তো দায়িত্ব বাংলাদেশকে বিশ্বের বুকে শ্রেষ্ঠ করে তোলা। সেটা তো করতে হবেই।