অদ্ভুত এ প্রাণিজগতে আমরা কত প্রাণীই না দেখতে পাই। একেক প্রাণীর একেক রকম বৈশিষ্ট্য। কেউ পাখির মতো উড়তে পারে, কেউ অদৃশ্য হতে পারে, কেউ মাকড়শা না হয়েও মাকড়শার মতো গাছে ঝুলে থাকতে পারে। তেমনি একটি প্রাণী হল ড্রাকো লিজার্ড।
এটি এক ধরনের টিকটিকি যা পাখির মতো আকাশে উড়তে পারে। ঠিক উড়তে পারে না, তবে এরা শিকার ধরার সময় শরীরের দুই পাশের অংশ এমনভাবে মেলে দেয় যেন মনে হয় এটি উড়ে যাচ্ছে। আবার অনেকে একে ডাইনোসোরের আত্মীয় বলে মনে করেন। দেখতেই তো এরা ডাইনোসোরের মতো!!
এসব টিকটিকি পাওয়া যায় দক্ষিণ এশিয়া অঞ্চলের ইন্দোনেশিয়া, ব্রনাই দেশের সীমান্তজুড়ে বিশেষ বনাঞ্চল বোর্নিওর রেইন ফরেস্টে। এদের দেহের পাশে দুটি বিশেষ চামড়া আছে, যা তারা লুকিয়ে রাখে। কেবলমাত্র শিকার ধরার সময় এরা চামড়া দুটো মেলে দেয়, তখনই মনে হয় যেন এরা উড়ে যাচ্ছে। গাছের উপর থেকে লাফ দিয়ে এরপর এরা পাখা দুটো মেলে দেয়, তখন এরা উড়তে পারে এবং এভাবে এরা প্রায় ৪০০০ ফুট দূরত্ব অতিক্রম করতে পারে। আবার মারামারি করার সময়ও দেখা যায় এরা জেট বিমানের মতো এক জায়গা থেকে উড়ে গিয়ে একে অন্যকে আক্রমণ করে বসে।