Alvi Saadman

৩০ ডিসেম্বর ২০১৭ ১২:০০


বিভাগ: ইলেকট্রনিক্স

পড়ার সময়: ১ মিনিট


চার্জিং……৩….২….১….ক্লিয়ার!


যুক্তরাষ্ট্রের গবেষকরা মোবাইল ফোনের ব্যাটারিতে চার্জ দেয়ার এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যার সাহায্যে খুব দ্রুত মাত্র সেকেন্ডেই চার্জ সম্পন্ন হবে। থ্রিডি ন্যানো স্ট্রাকচারে নকশা করা এই চার্জিং পদ্ধতি ব্যবহার করে মোবাইলের পাশাপাশি মিনিটের মধ্যেই ল্যাপটপে চার্জ দেয়া যাবে।

একটি আদর্শ ব্যাটারির অন্যতম গুণ হবে দ্রুত চার্জ হওয়া। অনেক দিন ধরে এই ব্যাপারে গবেষণা হলেও বাস্তবে আমরা এখনো এর দেখা পাইনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা মোবাইল ফোনের ব্যাটারিতে চার্জ দেয়ার এমন একটি পদ্ধতি উদ্ভাবন করেন যার সাহায্যে খুব দ্রুত মাত্র সেকেন্ডেই চার্জ সম্পন্ন হবে। থ্রিডি ন্যানো স্ট্রাকচারে নকশা করা এই চার্জিং পদ্ধতি ব্যবহার করে মোবাইলের পাশাপাশি মিনিটের মধ্যেই ল্যাপটপে চার্জ দেয়া যাবে।

থ্রিডি ন্যানো স্ট্রাকচারের নকশা করেন ইউনিভার্সিটি অব ইলিনয়েস অ্যাট উরবানা চ্যাম্পেইন (University of Illinois at Urbana-Champaign) এর গবেষকরা। গবেষকরা জানান, এই প্রযুক্তির মাধ্যমে সার্জারির জন্য প্রয়োজনীয় উচ্চশক্তির লেজার এবং ডিফেব্রিলেটরও চার্জ করা যাবে। এর ফলে অপারেশন চলাকালেও প্রয়োজনে চার্জ দিয়ে নেয়া যাবে।

গবেষণার ফল প্রকাশিত হয়েছে নেচার ন্যানো টেকনোলজি সাময়িকীতে। গবেষক ব্রাউন জানান, ব্যাটারিতে চার্জ দেয়ার এই পদ্ধতিটি ব্যাটারিতে শক্তি ধরে রাখতে ক্যাপাসিটরের মতো কাজ করতে পারবে। সংবাদ মাধ্যমটি জানায়, গবেষকদের উদ্ভাবিত এই ইলেকট্রোড পদ্ধতিটি ১০ থেকে ১০০ গুণ দ্রুত চার্জ করতে পারে।

এই প্রজেক্টের পরিচালক পল ব্রাউন বলেছেন,
“We like that it’s very universal, so if someone comes up with a better battery chemistry, this concept applies. This is not linked to one very specific kind of battery, but rather it’s a new paradigm in thinking about a battery in three dimensions for enhancing properties”

A PHP Error was encountered

Severity: Core Warning

Message: Cannot load module 'memcached' because required module 'igbinary' is not loaded

Filename: Unknown

Line Number: 0

Backtrace: