jamil sujon

১১ জানুয়ারি ২০১৮ ১২:০০


বিভাগ: শরীর বিদ্যা

পড়ার সময়: ১ মিনিট


ভি-আর সেটেই জিমের ব্যবস্থা


ভি-আর হেডসেট পরে একটি গেইম খেলতে হবে। সেখানে এক দানবের সঙ্গে লড়তে ঘন ঘন হাত ঘুরাতে হবে। এত যথেষ্ট পরিমাণে শক্তি খরচ হয় যা দেহের ফিটনেস বজায় রাখতে ভূমিকা রাখবে!

টেক শহর কনটেন্ট কাউন্সিলর: ভার্চুয়াল রিয়েলিটি ভি-আর সেট পরে খেলার ছলেই এখন থেকে ব্যায়াম করা যাবে। এতে ৩০ মিনিটেই সম্ভব হবে পুরো শরীরের ওয়ার্কআউট!

পুরো প্রক্রিয়াটির জন্য প্রয়োজন হবে রেজিস্ট্যান্ট ট্রেইনিং মেশিন ও একটি এইচটিসি ভাইভ হেডসেট। এর নাম দেওয়া হয়েছে ব্ল্যাকবক্স ভি-আর।

ভি-আর সেট ও ফিটনেস ট্রেইনিংয়ের এই সংমিশ্রণ দেখা গেছে কনজ্যুমার ইলেক্ট্রনিক শোতে (সিইএস)।

ভি-আর হেডসেটটি পরে একটি গেইম খেলতে হবে। সেখানে এক দানবের সঙ্গে লড়তে ঘন ঘন হাত ঘুরাতে হবে। এত যথেষ্ট পরিমাণে শক্তি খরচ হয় যা দেহের ফিটনেস বজায় রাখতে ভূমিকা রাখবে।

ব্ল্যাক বক্স ভি-আর তৈরির আইডিয়াটা প্রথম মাথায় আসে রিয়ান দেলুকা ও প্রিসটন লুইসের। তারা দুজনই বডিবিল্ডিং ডটকমের প্রতিষ্ঠাতা।

জিমে যাওয়া এড়াতে চাইলে ব্ল্যাক বক্স ভি-আর বাসায় স্থাপন করেই চলতে পারে ফিটনেস ধরে রাখার কাজ। তবে ব্যায়ামের সরঞ্জাম রাখতে ঘরের মধ্যে বেশ খানিকটা ফাঁকা জায়গার প্রয়োজন হবে।

বিবিসি অবলম্বনে- আনিকা জীনাত।