Sammo

৩০ নভেম্বর ২০১৫ ১২:০০


বিভাগ: সমুদ্রবিজ্ঞান

পড়ার সময়: ১ মিনিট


সাগরের পানি লবণাক্ত, নদীর পানি নয় কেন?


সাগরের পানি জমা হচ্ছে ৪০০ থেকে ৫০০ কোটি বছর ধরে, কিন্তু সে তুলনায় কোনো নদীর পানি হয়তো মাত্র কয়েক লাখ বছর ধরে বয়ে চলেছে। তাছাড়া, নদী প্রবাহিত হওয়ার সময় মাটির লবণ ও খনিজ পদার্থ ধুয়ে সাগরে নিয়ে যায়, নদীর পানিতে এসব পদার্থ জমে থাকার সুযোগ কম ৷

নদীর পানি সাগরে গিয়ে পড়ে। কিন্তু এ দুইয়ের পার্থক্য হলো, সাগরের পানি জমা হচ্ছে ৪০০ থেকে ৫০০ কোটি বছর ধরে, কিন্তু সে তুলনায় কোনো নদীর পানি হয়তো মাত্র কয়েক লাখ বছর ধরে বয়ে চলেছে। আরেকটি পার্থক্য হলো, নদী প্রবাহিত হওয়ার সময় মাটির লবণ ও খনিজ পদার্থ ধুয়ে সাগরে নিয়ে যায়, নদীর পানিতে এসব পদার্থ জমে থাকার সুযোগ কম ৷

সাগরের পানি বাষ্পীভূত হয়ে আকাশে ওঠে ও বৃষ্টি হয়ে নেমে আসে। এভাবে সাগরে লবণের অনুপাত বাড়তে থাকে। নদীতে সে রকম হতে পারে না। এখানে মনে রাখা দরকার,সাগরের কাছাকাছি এলাকার পানি কিছুটা লবণাক্ত হতে পারে। জোয়ারের সময় পানি চলে আসে বলে এ রকম হয়। এ কারণে খুলনার ভৈরব, রূপসা প্রভৃতি নদীর পানি কিছুটা লবণাক্ত।

জলবায়ু পরিবর্তনের ফলে সাগরের পানির উচ্চতা বাড়ছে, এ জন্য আমাদের দেশের কিছু নদীর পানি মোহনার পরও উজানে বেশ কিছুদূৱ পর্যন্ত লবণাক্ত হয়ে পড়ছে। পরিবেশের ওপর এর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে ।

তথ্যসূত্র: বিজ্ঞানের রাজ্যে আরও প্রশ্ন।